শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

আজকের রাশিফল

জুন ২, ২০১৭ 82 views 0
আজকের রাশিফল

প্রথম নিউজ ডেস্ক :মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):

 

 

আজ মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি তুলনামূলক ভালোযাবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের কিছু বাড়তি লাভের আশা করা যায়। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। সন্তানের সাথে ভুলবুঝাবুঝি কমাতে হলে আজ সন্তানদের সময় দিন। সম্ভব হলে সকলকে নিয়ে বাহিরে কোথাও ঘুরতে যান। প্রেম ও রোমান্স শুভ। নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবশান হবে।
শুভ রং: ৩, ৯, ১৭
শুভ সংখ্যা: আকাশি
পাথর: রক্তমুখী নীলা

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে):

 

বৃষের জাতক জাতিকারা গৃহস্থালী কোনো ঝামেলার সমাধানে ব্যস্ত থাকতে পারেন। গৃহের কোনো সংস্কার কাজ করাতে মিস্ত্রিদের সাথে ব্যস্ত থাকতে হবে। গ্রাম থেকে কোনো নিকট আত্মীয়র আসার যোগ প্রবল। ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয়ের সুযোগ পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

 

মিথুন (২২ মে – ২১ জুন):

 

স্বর্ণালঙ্কার ও বস্ত্র ব্যবসায়ীরা আজ ভালো আয়ের সুযোগ পাবেন। ছোট ভাই বোনের সাথে কোনো প্রকার ভুল বুঝাবুঝি হতে পারে।। প্রতিবেশী কারো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ বায়ারদের সাথে আলোচনায় লাভবান হবেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে। সাহিত্যিক ও প্রকাশকরা পেশাগত কাজে খুব ব্যস্ত থাকতে পারেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

 

কর্কট (২২ জুন – ২২ জুলাই):

 

গৃহে ইফতার মাহফিলের আয়োজনে ব্যস্ত হতে পারেন। বাড়ীতে শ্বশুর শ্বাশুড়ীর আগমনের যোগ প্রবল। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। দুপরের দিকে কিছু অর্থ হাতে আসার কারনে আর্থিক পেরেশানি কমে আসবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

 

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):

 

মানসিক অস্থিরতায় ভুগবেন। আর্থিক অবস্থা কিছুটা খারাপ হতে পারে। বয়স্কদের বাতের পীড়া দেখা দেবে। বিভিন্ন বাধা বিপত্তির কারনে মানসিক দৃঢ়তা কমে আসবে। কোনো বন্ধু বা বড় ভাই এর সাথে আলোচনা করুন। প্রেমিক প্রেমিকারা প্রেমের ক্ষেত্রে অনাকাঙ্খীত ভুলবুঝাবুঝির সম্মূখীন হতে পারেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

 

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):

 

বৈদেশিক যোগাযোগে আশানুরুপ লাভের সম্ভাবনা আছে। শরীর কিছুটা খারাপ হতে পারে। কোনো কারনে গৃহের সদস্যদের উপর কিছুটা বিরক্ত হতে চলেছেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। প্রবাসীদের আইনগত জটিলতার সম্মূখীন হতে হবে। রহস্যজনক কারনে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):

 

ভাই বোনের সাথে পারিবারিক বিষয়ে অনাকাঙ্খীত ভুলবুঝাবুঝির আশঙ্কা রয়েছে। সকালের দিকে ভাই ভাবিদের কারনে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে। কোনো বন্ধুর ইফতার অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসায়ীরা লোকসানের আতঙ্কে থাকবেন। বাড়ীতে কোনো মামাতো ভাই-বোনের সমাগম হতে পারে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের সুযোগ পাবেন।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

 

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):

 

আজ সামাজিক বা রাজনৈতিক কাজে অংশ নিতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী নেতার সাহায্য পেতে চলেছেন। জমিজমা সংক্রান্ত ঝামেলার সালিসে অংশ নিতে গ্রামের বাড়ীতে যেতে হতে পারে। কর্ম সংক্রান্ত পরীক্ষায় ভালো করার সম্ভাবনা। বেসরকারী চাকরীর জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

 

Your email address will not be published. Required fields are marked *

জনমত জরিপ

অং সাং সু চির নোভেল পুরুষ্কার প্রত্যাহার করার জন্য আপনারা কি একমত ?

View Results

Loading ... Loading ...
ব্রেকিং নিউজ